ব্লগের পোষ্ট ইনডেক্স এর সমস্যার সমাধান কি।কিভাবে দ্রুত পোষ্ট ইনডেক্স করা যায়
ব্লগ বা ওয়েবসাইট এর পোস্ট ইনডেক্সিং প্রবলেম:
ব্লগ বা ওয়েবসাইট এর এখন একটাই প্রবলেম হচ্ছে এখন যে পোস্ট ইনডেক্সিং ।এই পোস্ট ইনডেক্সিং প্রবলেম হচ্ছে নিউ আপডেটের পর থেকে।তাহলে কি আর আমাদের পোস্ট ইনডেক্স হবেনা।তো কথা বলার আগে একটাই কথা বলতে চাই যদি পোস্ট পরে আপনাদের উপকার হয় তাহলে কমেন্ট বক্স এ কমেন্ট করবেন।আর যদি কারো অন্য সমস্য
থাকে তাহলে সে কমেন্ট এ বলবেন আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
Post indexing :l
তো আপনাদের প্রথমেই বলে রাখি যে পোস্ট ইনডেক্সিং কি? আপনারা যারা এই সমস্যার মুখে পড়েছেন তাদের বলে রাখি আমিও এই সমস্যার মুখে পড়েছি। এর সমস্যার সমাধান আমিও খুঁজে পাচ্ছিলাম না। তাই অনেক রকম চেষ্টা করে এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছি।
পোস্ট ইনডেক্সিং হচ্ছে আপনি যে পোস্ট ব্লগে লিখবেন এবং তা পাবলিশ করবেন এবং সেই পোস্ট যেনো গুগলে দেখা যায় তার জন্য আপনাকে গুগল সার্চ কনসোল এ গিয়ে আপনার পোস্ট url paste করতে হবে এবং রিকোয়েস্ট ইনডেক্সিং করতে হবে।তারপর আপনার পোস্ট গুগলে দেখাবে।এটাই হচ্ছে পোস্ট ইনডেক্সিং।
Post indexing problem:
২০২১ এর গুগলের একটা বড় আপডেটের পর সবার কয়েকটা প্রবলেম দেখাদিচ্ছে প্রথমত পোস্ট ইনডেক্সিং হচ্ছে না। দ্বিতীয়ত সার্ভার এরোর ৫xx এই সব প্রবলেম প্রায় সবার দেখাদিচ্ছে । এই টা কোনো প্রবলেম না এইটা সাধারনত আপনি যদি কারো পোস্ট কপি করেন তাহলে হয় ত আপনার পোস্ট ইনডেক্স হবে না। তাই আপনাদেরকে নিজে পোস্ট লিখতে হবে অন্যথায় আপনি যদি অন্য কারো ইন্ডেক্স হাওয়া পোস্ট কপি করেন তাহলে আপনার পোস্ট কোনদিনই ইন্ডেক্স হবে না অথবা আপনি যদি মাত্র কয়েকটি শব্দের মধ্যে পোস্ট লিখেন তাহলে তাহলে আপনার পোস্ট ইন্ডেক্স হবে না মোটামুটি 600 শব্দের এর মধ্যে আপনার পোস্ট কে ভালো ভাবে সাজিয়ে লিখতে হবে। আপনি যদি 600 শব্দের মধ্যে পোস্ট ভালভাবে লিখেন তাহলে 100 পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে আপনার পোস্ট ইন্ডেক্স হবে।
SETTING:
আপনাদের জন্য পোস্ট তাড়াতাড়ি বা আপনাদের জন্য পোস্ট ইন্ডেক্স হয় তার জন্য আপনাকে কি সেটিং এ গিয়ে কিছু কাজ করতে হবে বা কিছু জিনিস আছে যেগুলো সেটিং-এ গিয়ে অন করতে হবে।
প্রথমেই আপনাকে সেটিং-এ গিয়ে দেখতে পাবেন মেয়েটাকে বলে একটা অপশন সেখানে এনাবেল সাচ ডিসক্রিপশন তাকে অন করে নিতে হবে তারপর নিচে ভালোভাবে সার্চ ডিসক্রিপশন টা দিতে হবে।
ভিডিও তো আপনাকে তার নিচেই crawole এন্ড ইনডেক্সিং এর নিচে দেখতে পাবেন enable custom robotxt সেইটা অন করে নিতে হবে।এবং robot TXT file ta অ্যাড করে নিবেন।
তারপর আপনাকে কাস্টম হেডার ট্যাগ অপশন টা অন করে নিতে হবে এবং তার কয়েকটা অংশ অন করতে হবে।