POCO X3 PRO
কেমন আছেন আপনারা সবাই, তো চলে এসেছি আমরা আবার নতুন একটা মোবাইল নিয়ে। তো আজ আমারা যে মোবাইল নিয়ে কথা বলব সেটা হল Poco X3 Pro।Poco X3 Pro মোবাইলটি হচ্ছে ইন্ডিয়ার এক জনপ্রিয় মোবাইল।
সেজন্য আমরা Poco X3 Pro মোবাইলটির সম্পর্কে পর্যালোচনা করতে চলেছি...............
POCO X3 PRO-
প্রথমত:- বলে রাখি এই মোবাইলের কালার হচ্ছে একটি-
১) স্টিল ব্লু (steel blue)
দ্বিতীয়তঃ- এই মোবাইলটির দাম হচ্ছে-১৬,৯৯৯ টাকা।
RAM:----
এই মোবাইলটির Ram হচ্ছে 6 GB।
নিশ্চয়ই বুঝে গেছেন তার মানে এই মোবাইলটা কেমন হবে। এই মোবাইলের ইস্পিড কেমন হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই মোবাইলে ফাস্ট ওপেন গেম এবং ফাস্ট ওপেন অ্যাপ খুবই তাড়াতাড়ি হবে।আর এই মোবাইলে কোন রকম নেটওয়ার্ক প্রবলেম হবেনা।
ROM:--------------------------------
এই মোবাইলের ROM হচ্ছে 128 GB।
OH NO। এই মোবাইলে যদি ফোন মেমোরি 128 জিবি হয় তাহলে আমাদের মোবাইলে কি কোন রকম চাপ পড়বে। আমাদের কি মেমোরি নিয়ে কোনো অসুবিধা হবে।আমার মতে,আপনারা সবাই নিশ্চিন্তে এই মোবাইলটি নিতে পারেন।সেটা আপনারা চিন্তা করে দেখুন।
PROCESSOR:---------
Qualcomm Snapdragon 860
Octa Core 2.96 GHz
এই মোবাইলের প্রসেসর খুবিই ভালো। প্রসেসর সম্পর্কে বলার কোনো প্রয়োজনই নেই। কারণ স্ন্যাপড্রাগন প্রসেসর মানে আপনারা সবাই বুঝতেই পারছেন এই মোবাইলের প্রসেসরটি কেমন হবে। আপনার মোবাইলের ইস্পিড এবং গেম কেমন চলবে সেটা ঠিক করবে এই প্রসেসর। এটা হচ্ছে একটি গেমিং প্রসেসর, গেম খেললে কোন ভাবে লাভ করবে না।
REAR CAMERA AND FRONT CAMERA:---
পিছনে ক্যামেরা হচ্ছে- 48mp+8mp+2mp+2mp
এবং সামনের ক্যামেরা হচ্ছে- 20mp
তো আপনারা বুঝতেই পারছেন যে এই মোবাইলটিতে ক্যামেরা কেমন হবে। আপনাদের বুঝতে কোন অসুবিধা হবে না।
DISPLAY:-------
6.67 inch Full HD+DISPLAY
এই মোবাইলে খুব একটা ভালো ডিসপ্লে।
BATTERY:------------
5160 mAh
এই মোবাইলে ব্যাটারি হচ্ছে ৫১৬০ mah। এই মোবাইলে একদিন চার্জে দিলে তিন থেকে চার দিন চার্জ সার্ভিস দিবে। আর এই মোবাইলে যদি গেম খেলেন তাহলে দুই দিন চার্জ সার্ভিস দিবে। আর যদি অন্য কোনো কিছু use করেন তাহলে এর চার্জ service খুবই ভালো ।
এবং এই মোবাইলটার সঙ্গে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা চার্জার। এবং এই চার্জারটি আপনার মোবাইলে এক ঘণ্টার মধ্যে ফুল চার্জ করে দিবে।
REDMI MOBILE