6
আজকে আমার সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিন, আর সেই হচ্ছে তুমি। যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছ আমার প্রতিটি মুহূর্তকে তুমি সুন্দর করেছো । আজকে আমার অনেক আনন্দের দিন কারণ আজকের দিনের জন্যই তোমাকে আমি পেয়েছি ।শুভ জন্মদিন আমার ভালোবাসার মানুষ। খুব খুব ভালো থেকো। আশা করি এবার তোমার রাগ ভাঙবে ।