বানান বিধির ব্যাপারে শিক্ষার্থীদের প্রভাব সম্পর্কে আলোচনা

 বানান বিধি  - পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে সর্বশেষ বিচারে বানান বিধির সম্পর্কে যে প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছে সেটি হল - বর্ণ ধাতুর ওপর অনট প্রত্যয় যোগে গঠিত হয় বর্ণণ।

 সুতরাং বানান শব্দের অর্থ পেয়ে থাকে বর্ণ বিন্যাস। তাই বানান বলতে বুঝবো বর্ণ এবং ধাতুর প্রত্যয় সংমিশ্রণ।

বানান ভুলের কারণ - শিক্ষার্থীদের কাছে বানান ভুলের জন্য নানান কারণ আছে এর মধ্যে একটি বিষয় বা কারণ হলো - পরিবেশগত প্রভাব। শিক্ষার্থীরা  যে পরিবেশে বসবাস করে, সেই পরিবেশে প্রভাব নানান কারণে বিপর্যয় এর সৃষ্টি করে।

এই গুলোকে নিন্মরূপ বর্ণনা করা হলো,

1. ভুলেভরা সামাজিক পরিবেশ - আমরা যেদিকেই তাকায় সেদিকেই দেখতে পায় ভুলের সমারোহ। হাটে, বাজারে, মাঠে, ঘাটে, গাড়িতে, নানান বিজ্ঞাপনে, যাত্রা, সিনেমা, থিয়েটারে, প্রচারপত্রে, এমনকি রাজনৈতিক দলের পোস্টারগুলোতে বানান ভুলের বৈচিত্র দেখা যায়। এই বানানগুলো দেখে শিক্ষার্থীরা অভ্যস্ত হয়ে পড়ে এবং লেখ্য ভাষার ক্ষেত্রে তা প্রয়োগ ঘটে।

2. শিক্ষকের লেখার ক্ষেত্রে বানান ভুল - শিক্ষকদের লেখায় বানান ভুল শিক্ষার্থীদের বিশেষভাবে প্রভাবিত করে শিক্ষার্থীরা শিক্ষকদের গভীরভাবে শ্রদ্ধা করে সুতরাং শিক্ষকদের উচিত বোর্ডে লেখার সময় যথেষ্ট সতর্কতার সাথে ব্যবহার করে লিখা যাতে বিষয়টি শিক্ষার্থীদের মনে অনায়াসে সঞ্চারিত হয় এবং ভুল বানান থেকে বিরত থাকে।

3. পাঠ্যপুস্তকে মুদ্রণপ্রমাদ ও অনুকরণ.- বিভিন্ন পুস্তক প্রকাশনী মুদ্রণপ্রমাদ এই বিষয়টিকে অনুকরণ করে চলতে থাকে। তাই কোন স্থানে ভুল বানান  সংযোজিত হয়ে থাকলে সেটা শিক্ষার্থীদের কাছে ভয়ঙ্কর। তাই অত্যন্ত সরল বিশ্বাসে ও আন্তরিকতার সঙ্গে পাঠ্যপুস্তকে লেখা বানান অনুসরণ করে  পড়া..

4. পরীক্ষিত উত্তরপত্রে শিক্ষকের মন্তব্যে বানান ভুল - এই ব্যাপারটি আরও বেশি ক্ষতিকর যদিও এটি সচর আচর ঘটে না। অনেক স্কুলে পরীক্ষার খাতা পরীক্ষিত হবার পর ছাত্র দের কোথায় কোথায় কি কি ভুল হয়েছে সেটা বোঝাবার জন্য খাতা ফেরত দেওয়া হয় মন্তব্য লেখার সময় যদি শিক্ষক মহাশয়গণ ভুল বানানের মন্তব্য করেন সেক্ষেত্রে ছাত্রদের অনেক ক্ষতি হয়। কারণ তারা সেই ভুল বানান অভ্যস্ত হয়ে পড়ে.

Next Post Previous Post